কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আপন বসাক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা পরিষদ এবং সদ্য সাবেক সভাপতি সৌরভ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইন্দ্রজিৎ, রাতুল দাস, আকাশ দেবনাথ, কনিকা রায়, শ্রাবণ ভৌমিক ও অন্ত দেবনাথ। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রনি মহাজন, রুবেল বৈরাগী, প্রীতম সরকার, নয়ন চন্দ্র শীল ও দিথী রানী সেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মিলন সূত্রধর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন চক্রবর্তী, অনিত দাস, হারান কীর্তনীয়া অপূর্ব ও স্বরবিন্দু বৈষ্ণব।
সংস্কৃতি সম্পাদক হিসেবে জয়া ভৌমিক এবং সহ-সংস্কৃতি সম্পাদক হিসেবে অন্তর রায়, প্রণমিতা দেবনাথ, নিলয় দাস, লিলয় কুমার দাস, তমাল চৌধুরী ও প্রিয়াংকা দেবনাথ মনোনীত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন বিশাল কর এবং সহ-কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন হৃদয় সাহা, হৃদয় দেবনাথ ও পিয়ালী নন্দী। দপ্তর সম্পাদক শিবু নাইডু এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে লিটন দেব দায়িত্ব পালন করবেন।
এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে জয় ঘোষ এবং সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে হিমু মজুমদার ও শংকর নাথ মনোনীত হয়েছেন। প্রচার সম্পাদক বাবলু দেব এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে স্বনব দে, অর্নব দাস, বিজয় কুমার ও প্রীতম কান্তি গোপ দায়িত্ব পালন করবেন। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে তনয় দে, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে সাজু নাথ এবং সহ-সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে জয়ন্ত কর্মকার মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্নব সূত্রধর, প্রিয়তা রায়, অভিচন্দ্র দেব, সুমন দাশ, খুশি চৌধুরী, নিলয় দাশ, নকুল দাশ, শুভ ভৌমিক, অর্ণব সরকার, ইন্দ্রজিৎ দে, বিকাশ ত্রিপুরা, দীপ দে, জ্যোতি হালদার ও তমা দেবনাথ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আপন বসাক বলেন, পূজা উদযাপন পরিষদকে শুধু ধর্মীয় উৎসবকেন্দ্রিক সংগঠন হিসেবে নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের স্মরণীয় অধ্যায় তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে সভাপতি সজীব বিশ্বাস বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পূজা উদযাপন পরিষদ ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
ভবিষ্যতেও স্বচ্ছতা, ঐক্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল করা, নবীন শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই নতুন কমিটির প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, নবগঠিত এ কমিটি আগামী এক বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।
এসআর
মন্তব্য করুন: