রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষ্যে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার নতুন সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারি নিয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রীয় শোকের কারণে নির্ধারিত তারিখে পরীক্ষা আয়োজন সম্ভব নয়।
পরবর্তী তারিখ দ্রুতই জানানো হবে।
তিনি আরও বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নতুন দিন নির্ধারণ করা হয়নি। তবে ৯ জানুয়ারি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রয়েছে।
এর আগে জানানো হয়েছিল, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’–এর লিখিত পরীক্ষা ২ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দেশের সব জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছিল।
পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। ওএমআর শিট পূরণসহ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রবেশপত্রেই উল্লেখ থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই, নোট, ক্যালকুলেটর, ব্যাগ বা হাতঘড়ি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া প্রতারণা বা দালালচক্রের ফাঁদে না পড়তে পরীক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সরকার আনুষ্ঠানিকভাবে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারাদেশে এই শোক পালন করা হবে।
এসআর
মন্তব্য করুন: