[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

জকসু নির্বাচন স্থগিত : হতাশ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৩৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন স্থগিত, শিক্ষার্থীদের হতাশা


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের স্থগিত ঘোষণা দেওয়ার পর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ দেখা গেছে। ভোট দিতে সকাল থেকেই উপস্থিত শিক্ষার্থীরা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন—তাদের অনেকেই ভাবছেন ভোটের অপেক্ষা করবেন নাকি চলে যাবেন।
নির্বাচন স্থগিতের খবর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জানান, “ভোট দেওয়ার জন্য দূর থেকে এসেছি, কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় হতাশ হয়েছি। এখন বুঝতে পারছি না ক্যাম্পাসে থাকব নাকি চলে যাব।”
আরেক শিক্ষার্থী সানজিদা বলেন, প্রশাসন ভোট স্থগিত করেছে, তবে নির্বাচন পুনর্নির্ধারণের দাবিতে প্রার্থীদের আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের স্থগিত ঘোষণা দেওয়া হয় সকাল সোয়া ৯টায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর