জবি শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আপাতত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সকাল সাড়ে আটটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অঙ্গনের একটি শোকজনক সংবাদের প্রেক্ষিতে সভা ডাকা হয়।
সিন্ডিকেটের আলোচনার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: