[email protected] মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২

কুবি–জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের সঙ্গে চুক্তি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ জীবন বীমা ও সহযোগী স্বাস্থ্যবীমা সুবিধা নিশ্চিত করতে জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির সঙ্গে একটি চুক্তি করেছে ।

এ চুক্তি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। চুক্তির আওতায় নির্ধারিত তফসিল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাই জীবন ও স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর উপস্থিতিতে উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিভিন্ন অনুষদের ডিন, ডেপুটি ডাইরেক্টর (হিসাব) মো. নাসির উদ্দিন, মেডিক্যাল সেন্টারের প্রধান ডা. মাহমুদুল হাসান খান (সোহাগ)সহ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং জেনারেল ম্যানেজার মো. নাসির উদ্দিন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কুবি শিক্ষার্থীদের জন্য সেমিস্টারপ্রতি মাত্র ১০০ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্যবীমা চালু করার উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়, যা শিগগিরই বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর