[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ৬:১২ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাকেন্দ্রের তালিকায় আংশিক পরিবর্তন এনেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় প্রয়োজনে আরও সংশোধন আনা হতে পারে।
বোর্ড জানিয়েছে, খসড়া কেন্দ্র তালিকা সম্পর্কে কোনো আপত্তি বা সংশোধনের প্রস্তাব থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিতভাবে জানাতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা বোর্ডের অধিভুক্ত মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি।
এদিকে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চলমান নির্বাচনি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর