সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন তালিকা অনুযায়ী আগামী বছর মোট ছুটি থাকবে ৬৪ দিন, যা চলতি শিক্ষাবর্ষে ছিল ৭৬ দিন। অর্থাৎ, এবার ছুটি কমেছে ১২ দিন।
রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।
২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে—
পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন ছুটি।
এ ছাড়া—
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন
দুর্গাপূজা: ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন
শীতকালীন অবকাশ ও বড়দিন: ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে
পরীক্ষার সময়সূচি
অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনি পরীক্ষা: ২৬ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে, ফল প্রকাশ ২৯ জুলাই
নির্বাচনি পরীক্ষা: ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ফল প্রকাশ ১৮ নভেম্বর
বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫ থেকে ২০ ডিসেম্বর, ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিটি পরীক্ষার সময়কাল সর্বোচ্চ ১২ কর্মদিবসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে।
পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা
পাবলিক পরীক্ষা ব্যতীত সব পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয় কর্তৃপক্ষকেই প্রণয়ন করতে হবে
অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না
নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না
বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে
অন্যান্য নির্দেশনা
কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শনের কারণে বিদ্যালয় বন্ধ রাখা যাবে না
সংবর্ধনা বা পরিদর্শনের অজুহাতে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা নিষিদ্ধ
সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না
ছুটির সময় ভর্তি কার্যক্রম বা প্রয়োজনীয় পরীক্ষা গ্রহণের জন্য বিদ্যালয় খোলা রাখা যাবে
এসএসসি পরীক্ষাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চালু থাকবে
এ ছাড়া জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস— ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর— যথাযথ মর্যাদায় বিদ্যালয়ে পালন করতে হবে।
এসআর
মন্তব্য করুন: