বিইউবিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইসিপিসি ঢাকা আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এ সারা বাংলাদেশে ষষ্ঠ এবং চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দল ‘কুবি রিইগনাইট’।
শনিবার (২০ ডিসেম্বর) সারাদিনব্যাপী আয়োজিত এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩১৩টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ১০টি সমস্যা দেওয়া হলে কুবির দল ৫টি সমস্যা সমাধান করে এবং প্রবলেম ‘এইচ’-এর ফাস্টেস্ট সলভার হিসেবে স্বীকৃতি লাভ করে।
তিন সদস্যের দলটির নেতৃত্ব দেন সিএসই বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান খান। দলের অন্য সদস্যরা হলেন ২০২২–২৩ শিক্ষাবর্ষের নাজিম সাইফুল্লাহ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মো. আবদুল্লাহ।
দলনেতা মেহেদি হাসান খান বলেন, “আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়েও ভালো ফল পেয়েছি। পুরো কনটেস্টে ফ্লো ধরে রাখতে পেরেছি। আমার দুই টিমমেট অসাধারণ পারফর্ম করেছে।”
নাজিম সাইফুল্লাহ বলেন, “এই সাফল্য বাবা-মাকে উৎসর্গ করতে চাই। ধারাবাহিক অনুশীলনের ফলে আমরা আইআইইউসি আইইউপিসিতে প্রথম এবং কুয়েট আইইউপিসিতে দশম স্থান অর্জন করি। আইসিপিসিতে ষষ্ঠ স্থান এখন পর্যন্ত আমাদের সেরা অর্জন।”
মো. আবদুল্লাহ বলেন, “শুরুর হতাশা কাটিয়ে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা ভালো করতে পেরেছি।”
সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইকবাল এ অর্জনকে গর্বের বলে উল্লেখ করেন। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, এই সাফল্য বিভাগের ধারাবাহিক অগ্রগতির প্রমাণ এবং ভবিষ্যতে আরও ভালো ফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: