[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ বাড়িয়ে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান শিক্ষকরা গত ১৫ ডিসেম্বর ২০২৪ থেকে দশম গ্রেড অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

নতুন বেতন স্কেল অনুযায়ী, প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত হবে।

এতদিন তারা জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ১১তম গ্রেডে (১২,৫০০–৩০,২৩০ টাকা) বেতন পেতেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেড থেকে উন্নীত করে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে দশম গ্রেডে অন্তর্ভুক্ত করা হলো।


এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এবং প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে ১৫ ডিসেম্বর প্রজ্ঞাপনে সই করা হয়, যা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত হয়।


উল্লেখ্য, প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় থাকলেও বিষয়টি দীর্ঘদিন আইনি জটিলতায় আটকে ছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২৮ অক্টোবর রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়।

এরপর সব প্রধান শিক্ষকের জন্য একই সুবিধা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়, যার চূড়ান্ত রূপ পেল বর্তমান প্রজ্ঞাপনে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে রয়েছেন (শুরুর বেতন ১১ হাজার টাকা)।

তারা বেতন গ্রেড ১১তম করাসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন।

সরকার জানিয়েছে, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সারাদেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক সংখ্যা প্রায় চার লাখ, যার মধ্যে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি এবং কর্মরত রয়েছেন ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর