শিক্ষাই পারে পাহাড়ের শিশুর ভবিষ্যৎ বদলে দিতে”—এই স্লোগানকে সামনে রেখে দুর্গম পাহাড়ি অঞ্চলে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী শিক্ষা ক্যাম্পেইন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর শিক্ষার্থীদের উদ্যোগে এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রম চলবে টানা সাত দিন।
২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় সোমবার (২১ ডিসেম্বর) সাজেকের প্রত্যন্ত অঞ্চল হিজিং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
রাবিপ্রবির একদল শিক্ষার্থী তাদের একাডেমিক ছুটিকে কাজে লাগিয়ে পাহাড়ের দুর্গম এলাকার শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষামূলক সেশন, বিভিন্ন ধরনের গেমস আয়োজন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পাহাড়ের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ক্যাম্পেইনের পরবর্তী ধাপে আরও দুর্গম এলাকায় পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে।
তাদের আশা, এই শিক্ষা ক্যাম্পেইন পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নতুন আশার বার্তা হয়ে উঠবে।
এসআর
মন্তব্য করুন: