এবারের উচ্চমাধ্যমিকে ফেল করা কতিপয় শিক্ষার্থী অটোপাসের দাবিতে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুরসহ নানা তাণ্ডব চালিয়েছে।
এসবের প্রতিবাদে আজ সোমবার মনববন্ধন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা- কর্মচারীরা। এসময় তারা বিক্ষোভ মিছিলও করেছেন।
সোমবার সকালে রাজধানীর বখসিবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ কামনা করেছেন।
স্মারকলিপি দেয়ার পরে যদি কোন উন্নতি না হয় তাহলে তারা কর্মবিরতিতে চলে যাবেন।
এসআর
মন্তব্য করুন: