[email protected] শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২

বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৯:২২ এএম

টয়োটা বাংলাদেশ লিমিটেড দেশের অটোমোবাইল খাতে নতুন অধ্যায়

শুরু করেছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং জানিয়েছেন, বৈশ্বিক ভিশন ‘বি দ্য রাইট ওয়ান’ অনুসরণ করে, প্রতিষ্ঠানটি দেশের গাড়িপ্রেমীদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কাজ করবে। তিনি বলেন, আধুনিক ফিচার ও অত্যাধুনিক সুবিধাসহ গাড়ি সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও টয়োটা বাংলাদেশ লিমিটেড টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।

প্রেমমিত সিং আরও বলেন, টয়োটার ধারাবাহিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো করপোরেট মূলনীতি ‘লিভ ইন দ্য রিয়েল সাইট, ফেইস দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকোমপ্লিশ’, যা গ্রুপ প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অভিজ্ঞতায় গড়ে উঠেছে। শিগগিরই আরও চমকপ্রদ ঘোষণা আসবে এবং নতুন শোরুমের উদ্বোধন হলো সেই ধারাবাহিকতার প্রথম পদক্ষেপ।

টয়োটার নতুন শোরুমটি অবস্থিত ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, ২১৩/এ, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর