[email protected] শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২

সোনার দাম বেড়ে ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:১৯ পিএম

বাংলাদেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে উন্নত মানের সোনার দাম ভরিপ্রতি দুই লাখ ১৭ হাজার টাকা অতিক্রম করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন মূল্যহার আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বৈশ্বিক বাজারে সোনার মূল্য ঊর্ধ্বমুখী থাকাও দাম বাড়ানোর অন্যতম কারণ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩২০ ডলারের বেশি।

নতুন তালিকা অনুযায়ী,

২২ ক্যারেট সোনার ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা,

২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭ হাজার ২১১ টাকা,

১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা,

এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।


অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে

২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৫৭২ টাকা,

২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা,

১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা

এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারিত রয়েছে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর