[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯ এএম

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান

হরাইজন রেমিট এসডিএন বিএইচডি-এর সঙ্গে একটি বৈদেশিক রেমিট্যান্স ড্রইং চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগকে ব্যাংকের আন্তর্জাতিক রেমিট্যান্স কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এই সমঝোতার ফলে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করে সীমান্তপারের রেমিট্যান্স সেবা আরও কার্যকর, দ্রুত ও সহজলভ্য করে তুলবে। এর মাধ্যমে প্রবাসী আয় বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হবে।

চুক্তির আওতায় হরাইজন রেমিট এসডিএন বিএইচডি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে যমুনা ব্যাংক পিএলসিতে হিসাব খোলার সেবা এবং ওয়েজ আর্নার্স রেমিট্যান্স বন্ড সম্পর্কে প্রচার ও সহায়তা প্রদান করবে। এতে প্রবাসীদের আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ বাড়বে এবং দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ জোরদার হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরাইজন রেমিট এসডিএন বিএইচডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহাব বিন আবদুল আজিজ এবং যমুনা ব্যাংক পিএলসি-এর এনআরবি ব্যাংকিং ও এফআর ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

যমুনা ব্যাংক পিএলসি প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক, নিরবচ্ছিন্ন ও মানসম্মত আর্থিক সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে কাজ করে যাচ্ছে। এই চুক্তি ব্যাংকের বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করা এবং জাতীয় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে চলমান প্রচেষ্টারই একটি অংশ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর