[email protected] সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২

আবারও অস্থির পেঁয়াজের বাজার

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪৬ এএম

ঢাকার বাজারে আবারও পেঁয়াজের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা

গেছে। মাত্র দুই দিনেই প্রতি কেজিতে ৩০–৩৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম। শুক্রবার রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১৩৮ থেকে ১৪৫ টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে সেই পণ্য পৌঁছাচ্ছে ১৬০ টাকার কাছাকাছি দামে।

রায়ের বাজার সাদেক খান কৃষি বাজার, ধানমন্ডি এবং মোহাম্মদপুর টাউন হলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়—এখন পাইকারি পর্যায়ে আগের তুলনায় উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি। রায়ের বাজারের আড়তদার রফিক মিয়ার মতে, দুই দিন ধরে বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে চড়া। তিনি জানান, বুধবার যেসব পেঁয়াজ ১১০–১১৫ টাকায় বিক্রি করেছেন, সেগুলো এখন অনেক বেশি দামে ছাড়তে হচ্ছে।

আরেক আড়তদার জানান, পাইকারি হাটে প্রতি মণ পেঁয়াজ ৫৮০০–৬০০০ টাকায় বিক্রি হচ্ছে, তাই পরের দিন আরও বেশি দামে খুচরা পর্যায়ে বিক্রি হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম হওয়ায় পুরোনো দেশি পেঁয়াজের দাম বাড়ছে। পাইকারি দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে।

অনেক আড়তদারের দাবি, ভারত থেকে আমদানি শুরু হলে বাজারে চাপ কিছুটা কমবে। তারা জানান, ভারত সীমান্তের বন্দরগুলোতে পেঁয়াজ মজুত করে রেখেছে, কেবল আমদানির অনুমতি পেলেই বাজারে দাম পড়ে আসবে।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতা আমজাদ হোসেন বলেন, নতুন পেঁয়াজ এখনও বাজারে পর্যাপ্ত আসেনি, আর যেগুলো এসেছে সেগুলোর গুণগত মানও খুব ভালো নয়। ফলে গত কয়েক দিন ধরে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে এবং নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম।

দাম বাড়ায় ভোক্তাদের অসন্তোষও বাড়ছে। খুচরা ক্রেতা মঞ্জুরুল ইসলাম জানান, এক সপ্তাহ আগেও তিনি ১১৫ টাকায় পেঁয়াজ কিনেছেন, এখন একই পণ্য কিনতে হচ্ছে ১৫৫ টাকায়। তার মতে, আমদানি খুলে দিলে সাধারণ ক্রেতার ওপর চাপ কমবে।

এদিকে জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ৫০০ টন পেঁয়াজ আমদানির প্রস্তাব করেছিল, কিন্তু কৃষি মন্ত্রণালয় নতুন পেঁয়াজ বাজারে আসার প্রাক্কলন দেখিয়ে আপত্তি জানায়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাজারে নতুন দেশি পেঁয়াজের সরবরাহ যথেষ্ট হয়নি। ফলে আবারও বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

বাজারে সামান্য পরিমাণ পাতাওয়ালা নতুন পেঁয়াজ পাওয়া গেলেও এর দাম ৭০–৮০ টাকা কেজি। তবে পুরোনো দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ১৫০–১৬০ টাকায়, যা ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর