[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১৯ অগ্রহায়ণ ১৪৩২

যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণ–পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র যশোরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর ১৯তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের আরএন রোড বাণিজ্যিক এলাকায় নতুন শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, সিওও সামসুল হক সুফিয়ানী, হেড অব সিআরএম হাসি রানী বেপারী, সিআইটিও মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, হেড অব অপারেশন্স শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও এমডি’স কোঅর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন উর রহমান, হেড অব জিএসডি (চলতি দায়িত্ব) জাহিদ ইবনে আনোয়ার এবং যশোর শাখা ব্যবস্থাপক মো. রোকনুজ্জামানসহ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকেরা।

প্রধান অতিথি এ কে এম আওলাদ হোসেন বলেন, “ঐতিহ্যবাহী যশোরের শিল্প, কৃষি, বাণিজ্য ও সীমান্ত–নির্ভর অর্থনীতি জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কমিউনিটি ব্যাংকের নতুন শাখা এ অঞ্চলের ব্যবসায়িক সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।”

বিশেষ অতিথি আহম্মদ মুঈদ বলেন, “জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই কমিউনিটি ব্যাংকের যাত্রা। যশোরসহ প্রত্যন্ত অঞ্চলে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত জানান, কৃষি, এসএমই, আমদানি–রপ্তানি, শিল্প ও সেবা খাতকে কেন্দ্র করে যশোরে বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়া হবে।

সেভিংস ও বিজনেস অ্যাকাউন্ট, ডিপিএস–এফডিআর, বিভিন্ন ধরনের ঋণ সুবিধা, ট্রেড ফাইন্যান্স, সিএসএমই প্রোডাক্ট এবং ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করা হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, যশোরের ফুলচাষ, কৃষি, শিল্পাঞ্চল ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কমিউনিটি ব্যাংকের সেবা সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নতুন শাখার কার্যক্রম পরিদর্শন করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর