দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে সোনার দাম। নতুন দামের অধীনে, ভালো মানের সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১৯৮ ডলার, যা সোমবার ছিল ৪ হাজার ২২২ ডলার।
নতুন দাম অনুযায়ী,
এদিকে, সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন দাম অনুযায়ী,
এসআর
মন্তব্য করুন: