পরপর দুই দফা দাম বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার মূল্য
কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১,০৫০ টাকা কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরিপ্রতি দাম নেমে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এই নতুন দাম বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারেই মূলত স্বর্ণের দরপতন হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,১৯৮ ডলার, যেখানে আগের দিন এটি ছিল ৪,২২২ ডলার।
নতুন মূল্য তালিকা (সোনা)
২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা/ভরি
২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা/ভরি
১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা/ভরি
সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা/ভরি
রুপার দাম অপরিবর্তিত
রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা/ভরি
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা/ভরি
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা/ভরি
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা/ভরি
এসআর
মন্তব্য করুন: