[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

মধ্যরাতে এলপিজির জাহাজে আগুন, এখন পর্যন্ত উদ্ধার ৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪ ৩:৩০ পিএম

বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

পরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দলের সহায়তায় জাহাজে থাকা ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার রাত ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। আজ রবিবার বেলা সাড়ে ১২ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাপ্টেন নিকোলাস নামের মাদারভেসেল (বড় জাহাজ) থেকে শিপ টু শিপ পদ্ধতিতে ‘এলপিজি সোফিয়া’ নামের লাইটার জাহাজে (ছোট জাহাজ) এলপিজি স্থানান্তরের সময় এই আগুন লাগে। 

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ক্যাপ্টেন নিকোলাস জাহাজটি ওমান থেকে এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের আওতাধীন কুতুবদিয়া এলাকায় নোঙর করে। এ সময় জাহাজটিতে ৪২ হাজার ৯৭৫ টন এলপিজি ছিল।

এসব এলপিজি লাইটার জাহাজে করে ভাটিয়ারিতে নিয়ে আসার কাজ চলছিল। জাহাজটিতে আগুন লাগার বিষয়ে রাত ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণকক্ষে খবর পৌঁছলে বন্দরের উদ্ধারকারীদল ঘটনাস্থলে যায়।

কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ‘গভীর সাগরে নোঙর করা ওই জাহাজে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও চারটি স্পিডবোট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর