ইউএস ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বুধবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফলে দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা বিনিয়োগকারীদের ধারণা আরও দৃঢ় করেছে যে ফেড সুদ কমানোর পথে এগোতে পারে। এতে ডলার থেকে বিনিয়োগকারীরা সরে এসে আবারও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে আগ্রহী হচ্ছেন।
জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,১৬১.৫৭ ডলারে পৌঁছায়—যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বরে ডেলিভারি উপযোগী যুক্তরাষ্ট্রের ফিউচার্স স্বর্ণের দাম ০.৪% বেড়ে আউন্সপ্রতি ৪,১৫৭.৪০ ডলারে দাঁড়ায়।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “বাজার অংশগ্রহণকারীরা আবারও মূল্যায়ন করছেন যে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদ কমতে পারে।” সুদ কমলে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁক বাড়ে।
দেশের বাজারেও দামের তারতম্য
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশের বাজারে স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা মূল্যে। এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
নির্ধারিত নতুন দামে—
এসআর
মন্তব্য করুন: