[email protected] বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১২ অগ্রহায়ণ ১৪৩২

কমিউনিটি ব্যাংক ও মারমেইড ইকো-ট্যুরিজমের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ১২:২০ এএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে অনুষ্ঠিত এ চুক্তি অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতের নেতৃত্বে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন উর রহমান।

চুক্তিতে কমিউনিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেড অব কার্ডস জাহির আহমেদ এবং মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানি সেক্রেটারি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার গাজী ইমাদ উদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস রেক্সি ডমিনিক গোমেজসহ অন্যান্য কর্মকর্তারা।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সারা বছর মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের রিসোর্টসমূহে রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

গ্রাহকদের উন্নতমানের লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করা এবং ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর