বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানোর প্রত্যাশাকে কেন্দ্র করে সোমবার (২৪ নভেম্বর) স্বর্ণের মূল্য এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। খবর—রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১১১.৮৬ ডলার ছুঁয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৪ শতাংশ বেড়ে ৪,০৯৪.২ ডলার প্রতি আউন্সে অবস্থান নেয়।
টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে বিশ্বাস বাড়ছে যে ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরেই সুদের হার কমানোর পথে এগোতে পারে।
গত শুক্রবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই সুদের হার কমাতে পারে, যা মুদ্রাস্ফীতির লক্ষ্য অক্ষুণ্ণ রেখে কর্মসংস্থান বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
সোমবার সিএমই ফেডওয়াচ টুল জানিয়েছে, সেপ্টেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা ৭৯ শতাংশ।
মেলেক আরও বলেন, আমরা এখন গুরুত্বপূর্ণ ডেটার অপেক্ষায় আছি। ধারণা করা হচ্ছে, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রিত থাকবে, যা স্বর্ণের মূল্য বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল জানান, ফেডের সুদহার কমানোর আলোচনা এবং ইউক্রেনকেন্দ্রিক ভূ-রাজনৈতিক পরিবর্তন স্বর্ণের দাম আরও বাড়াতে পারে। তবে তার মতে, দাম এখনো ৪,০০০ থেকে ৪,১০০ ডলার সীমার মধ্যেই থাকবে।
প্রতিবেদনে আরও জানানো হয়,
এসআর
মন্তব্য করুন: