বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করলে মার্চেন্টদের
অ্যাকাউন্টে অর্থ তাৎক্ষণিকভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এই পদ্ধতিতে পেমেন্টের পর টাকা পৌঁছাতে একদিন সময় লাগত।
সোমবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট একটি নতুন সার্কুলার জারি করে এ নির্দেশনা সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবা প্রদানকারীদের পাঠিয়েছে।
সার্কুলার অনুযায়ী, নতুন ব্যবস্থা ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। দেশে নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কিউআর সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোকে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য সঙ্গে সঙ্গে টাকা জমা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বড় আকারের মার্চেন্টদের ক্ষেত্রে ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের গ্রাহক-সম্পর্ক নীতি ও ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে অর্থ জমার সময়সীমা নির্ধারণ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মূলত ছোট ব্যবসায়ীরা যাতে ঝামেলামুক্তভাবে দ্রুত টাকা পেতে পারে—সে সুবিধা দিতেই তাত্ক্ষণিক লেনদেন প্রক্রিয়া চালু করা হচ্ছে। ১০ লাখ টাকার নিচে পেমেন্ট হলে সঙ্গে সঙ্গে টাকা স্থানান্তর হবে। আর ১০ লাখ টাকার বেশি লেনদেন হলে আগের মতো নিয়ম মেনে লেনদেন সম্পন্ন হবে। এতে আগ্রহী ব্যবসায়ীরা দ্রুত সেবা পেয়ে উপকৃত হবেন।
বর্তমানে কিউআর পেমেন্ট করলে টাকা পরদিন মার্চেন্টের অ্যাকাউন্টে জমা হয়। যেমন বৃহস্পতিবার পেমেন্ট করলে রোববার টাকা পাওয়া যায়। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে লেনদেনের পরই মার্চেন্ট তার অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন।
বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের তৈরি একটি সর্বজনীন, ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম। এর বিশেষ সুবিধা হলো—একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে যেকোনো ব্যাংক, মোবাইল ফিন্যান্স অ্যাপ বা পেমেন্ট অ্যাপ্লিকেশন থেকে লেনদেন করা যায়।
এসআর
মন্তব্য করুন: