মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়া এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো–বাড়ানো সংক্রান্ত অনিশ্চয়তা—এই দুইয়ের প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমেছে।
সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববাজারে মূল্যপতন অব্যাহত থাকে।
রয়টার্স জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪,০৪৫.৫৮ ডলার। আর ডিসেম্বর ডেলিভারির ফিউচার স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৪২.৫০ ডলারে নেমে আসে।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের মান বর্তমানে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। তিনি মনে করেন, ডলার সূচক ১০০-এর ওপরে থাকলে স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা তৈরি হবে, কারণ ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণের দাম আরও ব্যয়বহুল হয়ে পড়ে।
এদিকে সিএমই ফেডওয়াচ টুলের সর্বশেষ তথ্য বলছে, আগামী মাসে ফেড সুদের হার কমাবে—এই সম্ভাবনা ৭৪ শতাংশ থেকে কমে হয়েছে ৬৯ শতাংশ। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফেড কর্মকর্তাদের ভিন্নমতও বাজারকে দোলাচলে ফেলেছে।
নিম্ন সুদের পরিবেশ সাধারণত স্বর্ণবাজারকে চাঙা করে, কিন্তু সুদ কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের ওপর নেতিবাচক চাপ তৈরি হয়েছে।
ভবিষ্যৎ মূল্যছকের বিষয়ে জিগার ত্রিবেদী বলেন, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দাম স্থিতিশীল থাকতে পারে, তবে সামান্য নিম্নমুখী চাপ বজায় থাকবে।
এসআর
মন্তব্য করুন: