গ্লোবাল ট্রেড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ব্যাংকের হেড অফিসে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এ চুক্তিতে সই করেন।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের সিইও সৈয়দ আমিনুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পরে দলিল বিনিময় করেন।
চুক্তির মাধ্যমে গ্লোবাল ট্রেড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে ব্যাংকের কমপ্লায়েন্স কাঠামোকে আরও উন্নত করবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
এতে ট্রেড অপারেশন আরও স্বচ্ছ, দ্রুত ও ঝুঁকিমুক্ত হবে, যা গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা জানান।
এসআর
মন্তব্য করুন: