[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

রাজস্ব আদায়ে ১৫.৫৪% প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি ১৭ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৯:১২ পিএম

সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট রাজস্ব আদায় করেছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। তবে এ প্রবৃদ্ধির পরও নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে সংস্থাটি।

চার মাসের জন্য এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

খাতভিত্তিক রাজস্ব আদায়

এনবিআরের পরিসংখ্যান বিভাগ জানায়—

  • আমদানি–রপ্তানি শুল্ক: ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা
  • স্থানীয় পর্যায়ে মূসক (ভ্যাট): ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা
  • আয়কর ও ভ্রমণ কর: ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা

তিনটি খাতেই প্রবৃদ্ধি থাকলেও কোনো খাতেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি মূসকে ২৪.৭৮%।
শুল্ক খাতে প্রবৃদ্ধি ৪.৫৩%, আয়কর খাতে ১৬.১১%।

অক্টোবর মাসের চিত্র

একক মাস হিসেবে গত অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৩ কোটি টাকা, যা আগের বছরের অক্টোবরের তুলনায় ২.২২% বেশি।
তবে খাতভিত্তিক পরিস্থিতি ভিন্ন—

  • শুল্ক খাতে প্রবৃদ্ধি নেতিবাচক (-১৬.০৯%)
  • ভ্যাটে প্রবৃদ্ধি ১০.৭৬%
  • আয়করে প্রবৃদ্ধি ৯.৯৮%

বার্ষিক বাজেট লক্ষ্য

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ।
এর মধ্যে—

  • এনবিআরের মাধ্যমে আদায়ের লক্ষ্য: ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা
  • অন্যান্য উৎস: ৬৫ হাজার কোটি টাকা

রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক হলেও ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জ রয়ে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর