দেশের রাজস্ব ব্যবস্থার তিনটি প্রধান আইন—মূল্য সংযোজন কর
আইন ২০১২, কাস্টমস আইন ২০২৩ এবং আয়কর আইন ২০২৩—এর অথেনটিক ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬–এর ইংরেজি সংস্করণও সরকারি গেজেটে ছাপা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এনবিআর জানায়, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক, পেশাজীবী ও বিশ্লেষকরা এসব আইনের নির্ভুল ইংরেজি অনুবাদ না থাকায় নানা সমস্যায় পড়ছিলেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য রাজস্ব আইনগুলোর ইংরেজি সংস্করণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক আনুগত্য নিশ্চিত করতে অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ আইনগত প্রক্রিয়া শেষে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ ও ১৯৬৯ সালের কাস্টমস আইন বাতিল করে নতুন দুটি আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই নতুন আইনের অথেনটিক ইংরেজি সংস্করণ প্রকাশের দাবিও জোরালো হয়।
এনবিআর জানায়, আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বহুদিন ধরে কাজ করে আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রস্তুত করেন। পরে পৃথক কমিটি কয়েক ধাপে খসড়াগুলো পর্যালোচনা করে। সবশেষে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত অনুমোদন দেয়। এরপর বিজি প্রেসে মুদ্রণ শেষে গেজেট আকারে প্রকাশ করা হয়।
এনবিআরের মতে, তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে বিনিয়োগকারীদের জন্য আইন বোঝা সহজ হবে, করদাতাদের আস্থাও বাড়বে। একই সঙ্গে আইন প্রয়োগে যে অস্পষ্টতা বা দ্ব্যর্থতা ছিল, তাও দূর হবে। ফলে সামগ্রিকভাবে একটি আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে ওঠবে।
এসআর
মন্তব্য করুন: