[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে প্লেনের টিকিট, অনুমতি বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৬:২৯ পিএম

বাংলাদেশ ব্যাংক বুধবার (১৯ নভেম্বর) ঘোষণা করেছে যে,

দেশের সব এয়ারলাইন্সের টিকিট এখন আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনা যাবে। নতুন নীতিমালার লক্ষ্য হলো যাত্রীদের সুবিধা নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক দামে টিকিট সরবরাহ করা।

আগে আন্তর্জাতিক কার্ড শুধুমাত্র বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খরচের জন্য ব্যবহার করা যেত। কিন্তু ডিজিটাল পেমেন্টের সীমাবদ্ধতার কারণে অনেক যাত্রী দেশে বসে সাশ্রয়ী মূল্যে টিকিট কেনার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতেন। নতুন নিয়মে এখন যাত্রীরা ঘরে বসেই আন্তর্জাতিক রুটের টিকিট সহজভাবে কিনতে পারবেন।

সার্কুলারের মাধ্যমে বলা হয়েছে যে, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা ঢাকা–সিঙ্গাপুর, ঢাকা–দুবাইসহ সব বিদেশগামী রুটের টিকিট আন্তর্জাতিক কার্ড দিয়ে কিনতে পারবেন। টিকিট বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ অবশ্যই দেশের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রবাহিত হয়।

ভ্রমণ বরাদ্দের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার জন্য ব্যবহার করা অর্থ পুনরায় রিফিল করা যাবে, তবে কেবল তখনই যখন সংশ্লিষ্ট এডি ব্যাংক নিশ্চিত করবে যে বিক্রয়কৃত টিকিটের পুরো অর্থ দেশে জমা হয়েছে। এ ছাড়াও, দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের বিক্রয়লব্ধ অর্থ এডি ব্যাংকের মাধ্যমে জমা করবে এবং অবশিষ্ট অর্থ বৈধভাবে তাদের প্যারেন্ট অফিসে পাঠাতে পারবে।

শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের এভিয়েশন সেক্টরের ডিজিটাল স্ট্যান্ডার্ডকে আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে সামঞ্জস্য করবে, দেশে ও বিদেশে টিকিটের মূল্যের পার্থক্য কমাবে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকে আরও স্বচ্ছ ও সুসংগঠিত করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর