সরকার আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট
থেকে এক কার্গো এলএনজি (LNG) কেনার অনুমোদন দিয়েছে। সিঙ্গাপুর থেকে এই এলএনজি আনার মোট খরচ ধরা হয়েছে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য ২৪টি প্রতিষ্ঠানকে মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট (MSPA) চুক্তি অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান তাদের দরপত্র জমা দেয়।
সবচেয়ে কম দরের প্রস্তাব আসে সিঙ্গাপুরের BP Singapore Private Limited থেকে, যেখানে প্রতি এমএমবিটিইউ দাম নির্ধারিত হয় ১১.৬৪ মার্কিন ডলার। এক কার্গো এলএনজিতে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ ধারণ ক্ষমতা থাকায়, এর মোট ক্রয়মূল্য দাঁড়ায় ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।
এসআর
মন্তব্য করুন: