[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে এক সপ্তাহে হাওয়া ১৩ হাজার কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৪ ৩:০৮ পিএম

ফাইল ছবি

টানা দরপতনের কবলে পড়েছে শেয়ারবাজার। প্রতিদিন কমছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।

দিন যত যাচ্ছে শেয়ারবাজারের পতনও বাড়ছে। পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা।

গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ দিনের মধ্যে চার দিনই শেয়ারবাজারে দরপতন হয়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে মূল্যসূচকের যেমন বড় পতন হয়েছে, তেমনি বাজার মূলধন কমেছে সমানতালে। 

গত সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৩ হাজার কোটি টাকার বেশি কমেছে। প্রধান মূল্যসূচক কমেছে ২০০ পয়েন্ট।

বাজারটিতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, তার চেয়ে প্রায় ছয় গুণ প্রতিষ্ঠানের দাম কমেছে। সেই সঙ্গে গড়  লেনদেন কমে প্রায় অর্ধেকে নেমেছে। 

আওয়ামী লীগ সরকার পতনের পর শেয়ারবাজারে উল্লম্ফন হলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহ  শেয়ারবাজারে দরপতন হয়। তৃতীয় সপ্তাহে এসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে।

এর পরে আবারও দরপতনের মুখে পড়ে শেয়ারবাজার। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইতে মাত্র ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। বিপরীতে দাম কমে ৩৪৯টির। এতে ডিএসইর বাজার মূলধন কমে প্রায় ১০ হাজার কোটি টাকা। 

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার ধারা অব্যাহত থাকে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর