বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ইউনিট স্থাপনের জন্য দুটি
বিদেশি কোম্পানির সঙ্গে জমি ইজারা চুক্তি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। হালকা প্রকৌশল ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনে এসব প্রতিষ্ঠান মোট ৭০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬২ কোটি টাকা।
বেপজার তথ্য অনুযায়ী, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে ১,১০৫ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে শিল্পের বৈচিত্র্য বাড়বে এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার সঙ্গে ডিজে কপার কোম্পানি লিমিটেড এবং জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড— এই দুই প্রতিষ্ঠান চুক্তি সই করে। বেপজার পক্ষে স্বাক্ষর করেন সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর। অন্যদিকে, দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঝ্যাং না ও ঝ্যাং জুনফেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বিনিয়োগকারীদের বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ায় ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার কারণে বেপজা আন্তর্জাতিকভাবে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং বেপজার ধারাবাহিক সেবার মান বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে, বিশেষত চীনা কোম্পানিগুলোর।
তিনি আরও জানান, শুষ্ক মৌসুমে দ্রুত নির্মাণকাজ শুরু করতে তিনি প্রতিষ্ঠান দুটিকে উৎসাহিত করেছেন। বেপজার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, হংকং–চীন মালিকানাধীন ডিজে কপার কোম্পানি লিমিটেড ৫০.৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করে কপার তার, শিট, হার্ডওয়্যার, ক্যাবল, জিপার দাঁত, ব্রাশের তার, সুইচ প্লেটসহ নানা ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদন করবে। তারা ২১,৬০০ বর্গমিটার জমিতে কারখানা নির্মাণ করবে এবং ৫৩৫ জন শ্রমিক নিয়োগ দেবে।
অন্যদিকে, জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে জিপার, স্লাইডার, বোতাম, স্ন্যাপ বোতাম, লোগো, বেল্ট বাকলসহ বিভিন্ন গার্মেন্ট অ্যাক্সেসরিজ তৈরি করবে। তারা ১৪,৪০০ বর্গমিটার জমিতে কারখানা গড়ে তুলবে এবং কর্মসংস্থান দেবে ৫৭০ জনকে।
চুক্তি সই অনুষ্ঠানে বেপজার বিভিন্ন সদস্য, পরিচালক এবং দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: