[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

কমিউনিটি ব্যাংক ও হোটেল দ্য কক্স টুডের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ২:৩৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. হোটেল দ্য কক্স টুডের সঙ্গে একটি ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি কক্সবাজারে হোটেলের নিজস্ব প্রাঙ্গণে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত-এর নেতৃত্বে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান

কমিউনিটি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হোটেল দ্য কক্স টুডের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তালেব শাহ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোটেলের সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) পলাশ দত্ত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রিজার্ভেশন) তাসবিহা আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা হোটেল দ্য কক্স টুডেতে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে—

  • পিক সিজনে রুম ভাড়ায় ৪০% ছাড়
  • অফ-পিক সিজনে ৫০% ছাড়
  • খাবারে ১০% ছাড়
  • জিম সেবায় ২০% ছাড়

গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা প্রদান এবং সেবা অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর