বহুল আলোচিত বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সটেক্স (বেক্সিমকো টেক্সটাইল) লিজে দেওয়া হচ্ছে।
জাপানভিত্তিক প্রবাসীদের প্রতিষ্ঠান রিভাইভাল গ্রুপ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোমিল্লি প্রাথমিকভাবে কারখানাটি লিজ নিচ্ছে। বন্ধ থাকা এ শিল্প পুনরায় চালু করতে দুই কোটি ডলার (প্রায় ২৫০ কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
উদ্যোগ সফল হলে ২৫ হাজার শ্রমিকের পুনরায় কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। বেক্সিমকোর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তারা মালিকানা হস্তান্তর শব্দটি ব্যবহার করছে না।
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সঙ্গে এ প্রক্রিয়া সম্পৃক্ত। ব্যাংকটিতে বেক্সিমকোর মোট ঋণ ২০ হাজার কোটি টাকার বেশি, যার মধ্যে বেক্সিমকো টেক্সটাইলের নামে রয়েছে ৮৬০ কোটি টাকার খেলাপি ঋণ।
ব্যাংক সূত্র জানায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যস্থতায় তারা লিজ প্রক্রিয়ায় এগিয়েছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিডা লিজ চুক্তিতে কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে।
রিভাইভাল গ্রুপ জানায়, ডিসেম্বর থেকেই উৎপাদন শুরু করা হবে। প্রথম ধাপে দুই কোটি ডলার ব্যাক-টু-ব্যাক এলসি সহায়তা দেওয়া হবে, যা প্রয়োজনে ১০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হতে পারে।
প্রতিষ্ঠানের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে বছরে ৫০০ কোটি টাকা মুনাফা অর্জন, যা বকেয়া ঋণ পরিশোধ ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘লোকালি ডিজাইন, সেল গ্লোবালি’ ধারণা নিয়ে তারা একটি ডিজাইন ইনস্টিটিউট স্থাপন করবে, যেখানে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।
রিভাইভালের সিইও হুদা মোহাম্মদ ফয়সাল বলেন, “এটি শুধু কারখানা চালুর উদ্যোগ নয়, হাজারো পরিবারের জীবিকা ফেরানোর প্রচেষ্টা। ইকোমিল্লির প্রেসিডেন্ট ড. ফারহান এস করিম বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প পুনরায় সচল করতে পারা গর্বের।”
বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী বলেন, q“রিভাইভালের উদ্যোগে কারখানাটি পুনরায় চালুর সুযোগ তৈরি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: