[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

কমিউনিটি ব্যাংক ও সি পার্ল হসপিটালিটির মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১০:১১ পিএম

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং সি পার্ল হসপিটালিটি গ্রুপের মধ্যে একটি ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এছাড়া হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন উর রহমান উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র জেনারেল ম্যানেজার হেদি বেন আইসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সি পার্লের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মুহাম্মদ আবরার রাজ্জাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহক, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সি পার্ল হসপিটালিটি গ্রুপের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে পিক ও অফ-পিক সিজনে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় অন্যতম।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই সহযোগিতা গ্রাহকদের লাইফস্টাইল সুবিধা বাড়ানোর পাশাপাশি সেবা পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে সহায়ক হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর