[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

সোনার দাম বেড়ে ২ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১১:২৩ পিএম

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে আবারও সোনার

দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম এখন ভরিপ্রতি দুই লাখ ১৩ হাজার টাকারও বেশি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটির ব্যাখ্যায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দর বেড়ে যাওয়ায় এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ২০০ ডলার।

নতুন তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম: ২,১৩,৭১৯ টাকা

২১ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম: ২,০৪,০০০ টাকা

১৮ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম: ১,৭৪,৮৫৫ টাকা

সনাতন পদ্ধতির সোনার ভরিপ্রতি দাম: ১,৪৫,৫২০ টাকা


তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,৬০১ টাকা ভরিপ্রতি বিক্রি হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর