[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

একদিন পর ফের বড় দরপতন, লেনদেন ৩০০ কোটির নিচে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ৩:৩৩ পিএম

দেশের পুঁজিবাজারে দরপতনের ধারাবাহিকতা থামছে না। টানা সাত

কার্যদিবস ধরে সূচক পতনের পর মঙ্গলবার (১১ নভেম্বর) সামান্য উত্থান দেখা গেলেও বুধবার (১২ নভেম্বর) আবারও বড় ধস নেমেছে বাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। যে কয়টির দাম বেড়েছে, তার চেয়ে প্রায় ছয়গুণ বেশি শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে এক্সচেঞ্জটির সব মূল্যসূচকই নিম্নমুখী হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। পাশাপাশি লেনদেনও নেমেছে ৩০০ কোটি টাকার নিচে—যা একই সময়ের মধ্যে সর্বনিম্ন।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৩টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। অর্থাৎ, দাম কমেছে বেড়েছে এমন সিকিউরিটিজের সংখ্যার প্রায় ৫ গুণেরও বেশি।

দরপতনের ফলে ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮২৫ পয়েন্টে, যা গত ২৫ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১১ পয়েন্ট কমে হয়েছে ১,০০৬ পয়েন্ট, আর ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৮৯৯ পয়েন্টে।

লেনদেনেও বড় ধস দেখা গেছে। আজ ডিএসইতে মোট ২৯০ কোটি ১৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার। এ লেনদেনের পরিমাণ সর্বশেষ গত ২৩ জুনের পর সর্বনিম্ন।

অন্যদিকে, দেশের দ্বিতীয় পুঁজিবাজার **চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)**ও একই চিত্র। এখানে ১৬৫টি কোম্পানির লেনদেনের মধ্যে ৩২টির দর বেড়েছে, ১২০টির কমেছে এবং ১৩টি অপরিবর্তিত ছিল।

দরপতনের ফলে সিএসপিআই সূচক ১২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৬১৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট, সিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট কমেছে।

লেনদেনেও বড় ধস দেখা যায় সিএসইতে। আজ লেনদেন হয়েছে মাত্র ৯ কোটি ৮১ লাখ টাকার, যা আগের দিনের (২৬ কোটি ৩৪ লাখ টাকা) তুলনায় প্রায় তিনগুণ কম।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর