[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

পে স্কেল বাস্তবায়নে ফ্রেমওয়ার্ক তৈরি করবে অন্তর্বর্তী সরকার : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ২:৫০ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কমিশন কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পে কমিশনের জন্য একটি স্বতন্ত্র কমিশন কাজ করছে।

তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তবেই কমিশন গঠন করা হবে। বর্তমান সরকার কেবল একটি কাঠামো তৈরি করবে, আর বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী সরকারের।’

তিনি আরও বলেন, ‘গত আট বছরে এ বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। তাই আমরা নতুনভাবে উদ্যোগ নিয়েছি। তবে বাজেটের সীমাবদ্ধতা ও অন্যান্য সামাজিক খাতের প্রয়োজনীয়তাও বিবেচনায় নিতে হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘পরবর্তী সরকার পে কমিশন বাস্তবায়ন করবে না—এমনটা ভাবার কারণ নেই। বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক এবং ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবেই বিবেচিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর