চট্টগ্রাম কাস্টমস হাউস ৩৯ টন ঘনচিনি (Sodium Cyclamate)
আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম খালাসের শেষ পর্যায়ে চালানটি জব্দ করে।
সোমবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ঢাকার বংশাল এলাকার প্রতিষ্ঠান এস পি ট্রেডার্স চীন থেকে তিনটি কনটেইনারে ৬৩ টন Polyaluminium Chloride আমদানির ঘোষণা দেয়। গত ৭ অক্টোবর এ চালানের বিল অব এন্ট্রি দাখিল করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে কাজ করছিল সি বার্ড কর্পোরেশন।
পণ্য খালাসের সময় কাস্টমস কর্মকর্তারা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে খালাস স্থগিত করেন। পরে ২৮ অক্টোবর কায়িক পরীক্ষায় দুই ধরনের পণ্য পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায়, ২৪ টন পণ্য আসল ঘোষণার মতো হলেও বাকি ৩৯ টন পণ্য আসলে ঘনচিনি।
ঘনচিনি এক ধরনের কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। এটি বেকারি, মিষ্টান্ন, পানীয়, চকোলেট, আইসক্রিম, কনডেন্সড মিল্ক ও শিশু খাদ্যে অসাধু ব্যবসায়ীরা ব্যবহার করে থাকে। গবেষণায় দেখা গেছে, এই উপাদান ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের ঝুঁকি বাড়ায়।
এ কারণে আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী ঘনচিনি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।
এসআর
মন্তব্য করুন: