বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ কম্পিটিশন ২০২৫, পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ।
বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের উদ্যোগে ও সহযোগিতায় সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি জনাব ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোহাম্মদ নাসির।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজ, আর স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ৫০০-রও বেশি কলেজ শিক্ষার্থী অংশ নেয় এই জাতীয় প্রতিযোগিতায়।
জ্ঞান, সৃজনশীলতা ও উদ্দীপনায় ভরপুর এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশে অনুপ্রেরণা যোগানো এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করা।
প্রতিযোগিতার দ্বিতীয় এমসিকিউ রাউন্ড শেষে ২০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
বাজার রাউন্ড পেরিয়ে ৬টি দল সেমিফাইনালে পৌঁছায়। শেষ পর্যন্ত ৪টি দল গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়, যেখানে অডিও-ভিজ্যুয়াল ও র্যাপিড-ফায়ার রাউন্ড অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে সরকারি বিজ্ঞান কলেজ চ্যাম্পিয়ন হয়, ঢাকা কলেজ ১ম রানারআপ এবং বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ ২য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মো. ইফতিয়াফ আহনাফ স্বচ্ছ সেরা প্রতিযোগী নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী, গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা ও ফ্যাশন রানওয়ে।
আয়োজনের সহযোগিতায় ছিল বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। ইভেন্টটি স্পন্সর করে ফুকালার, হিউ টেক বিডি, রোজারি, এস অ্যান্ড ডি কেমিক্যালস, আসুটেক্স, আরএইচ কর্পোরেশন, উর্মি গ্রুপ এবং রেমেক্স।
ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪, নলেজ পার্টনার লার্নআপ, এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস ও রেডিও টুডে।
এসআর
মন্তব্য করুন: