[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব এবং নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল; প্রশাসন শাখার অতিরিক্ত আইজিপি এ. কে. এম. আওলাদ হোসেন; ফিন্যান্স শাখার অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন বিপিএম (সেবা); এইচআরএম শাখার অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ বিপিএম; সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বিপিএম (সেবা), পিপিএম; উন্নয়ন শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন বিপিএম (সেবা); এবং অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত ও কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএসসহ স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক এবং মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর