বছরের শেষ দিকে এসে ভোজ্যতেলের বাজারে আবারও বাড়তি চাপ আসতে পারে।
লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (টিটিসি)।
কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারে গড় এলসি মূল্য, ইনবন্ড–এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় তেলের দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিটিসি আরও জানায়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার মূল্য ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারের ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের মূল্য দাঁড়িয়েছে ১,০৬২ ডলার এবং পাম তেলের মূল্য ১,০৩৭ ডলার। এর প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে।
সেই অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে সংশ্লিষ্ট ব্যয় পুনঃগণনা করে কমিশন নতুন দাম নির্ধারণের সুপারিশ করেছে।
এদিকে টিসিবির হিসাব অনুযায়ী, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১৪ শতাংশ।
এসআর
মন্তব্য করুন: