অক্টোবর মাসে চীনের ভোক্তা মূল্য বৃদ্ধি পেয়েছে, যা কয়েক মাস ধরে
চলা স্থবিরতা এবং পতনের ধারার বিপরীত চিত্র। দেশটি বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন বড় ধরনের সম্পত্তি খাতের ঋণ সমস্যা, দীর্ঘমেয়াদি কম ভোগ ও যুবক বেকারত্বের উচ্চ হার।
জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ভোক্তা মূল্য সূচক (CPI) গত মাসে বছরের তুলনায় ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে, জুলাইয়ে মূল্য স্থিতিশীল ছিল, এরপর দুই মাস ধরে হ্রাস পেয়েছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা চীনের অর্থনীতিকে আরও চাপের মধ্যে ফেলে দিয়েছে। তবে অক্টোবরের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন, যার ফলে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়।
একই সময়ে, ফ্যাক্টরি গেটের মূল্য বা উৎপাদনকারী মূল্য সূচক (PPI) আগের বছরের তুলনায় অক্টোবরে ২.১ শতাংশ কমেছে। এর ফলে, যেসব কোম্পানি তীব্র মূল্য প্রতিযোগিতার মধ্যে রয়েছে, তাদের মুনাফার মার্জিন আরও সংকুচিত হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: