বিগত চার মাসের ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর রাজধানীর বাজারে সবজির দাম
এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। টানা বৃষ্টির প্রভাবে কিছুটা ওঠানামা থাকলেও গত দুই সপ্তাহে বেশ কিছু সবজির দামে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে। শীতের আগমনী আমেজ যেন ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বাজারে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর মগবাজার, মালিবাগ ও কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আগের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।
বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা এখন পর্যন্ত বাজারের সবচেয়ে সস্তা সবজি। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়, পটল ও ঝিঙ্গা ৬০ টাকায়, মুলা ৫০ টাকায় এবং কচুর লতি ৮০ টাকায়।
এছাড়া চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, নতুন উঠা শালগম ১০০ টাকা, বেগুন ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কঁচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা বলেন, “গত কয়েক মাসে সবজির দাম অনেক বেশি ছিল। তবে গত সপ্তাহে দাম কিছুটা কমেছিল। আজ আবার কিছুটা বেড়েছে, কিন্তু আগের তুলনায় এখনও স্বস্তি রয়েছে।”
অন্যদিকে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, “চার মাস ধরে দাম বেশি ছিল, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হচ্ছে। বৃষ্টির কারণে কিছু সবজি ক্ষতিগ্রস্ত হলেও শীতের সবজি উঠতে শুরু করেছে। ফলে সরবরাহ বাড়লে দাম আরও কমে যাবে।”
সবজি ব্যবসায়ীরা মনে করছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নতুন সবজির সরবরাহ বৃদ্ধি পাবে। ফলে দাম আরও কমবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
এসআর
মন্তব্য করুন: