আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2022 সার্টিফিকেট অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় সর্বোচ্চ মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে এই সার্টিফিকেশন প্রদান করেছে ইন্টারটেক বাংলাদেশ, যা ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস (UKAS) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান।
এই অর্জন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (কমপ্লায়েন্স) এম এম মোর্শেদ কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত-এর হাতে সার্টিফিকেট তুলে দেন।
এই স্বীকৃতি ব্যাংকের ডিজিটাল ও আইটি প্ল্যাটফর্মে তথ্যের গোপনীয়তা, সততা ও নির্ভরযোগ্যতা রক্ষায় তাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। পাশাপাশি এটি সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা পূরণ এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ব্যাংকের সক্রিয় ভূমিকারও প্রমাণ।
সার্টিফিকেশন অর্জন প্রসঙ্গে কিমিয়া সাআদত বলেন, “ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন আমাদের গ্রাহক তথ্যের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। এটি নিরাপদ, আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানে আমাদের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ব্যাংকের সিআইটিও ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোরশেদ ভুঁইয়া; হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’জ কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; ইন্টারটেক সাউথ এশিয়ার হেড অব আইটি নুরুল ইসলাম চৌধুরী; সিনিয়র ম্যানেজার (সিস্টেম সার্টিফিকেশন) ফরহাদ আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস অ্যাসিওরেন্স) স্মিথা টুম্পা বাড়ৈসহ ব্যাংক ও ইন্টারটেকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি গাইডলাইন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সমাধানে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এর ফলে ব্যাংকের গ্রাহক আস্থা ও পরিচালনাগত শ্রেষ্ঠত্ব আরও সুসংহত হয়েছে।
এসআর
মন্তব্য করুন: