[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

পুঁজিবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ১:৩৯ পিএম

সংগৃহীত ছবি

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুই পুঁজিবাজারের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫’-এর ধারা ১৫ অনুযায়ী গত ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক তাদের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দিয়েছে এবং ভবিষ্যতে অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকগুলো পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর মূল্য ‘জিরো’ হিসেবে গণ্য হবে এবং কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।

সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: সাধারণ বিনিয়োগকারী ৬৫%, প্রাতিষ্ঠানিক ও বিদেশি ২৯%, উদ্যোক্তা-পরিচালক ৬%।
  • গ্লোবাল ইসলামী ব্যাংক: সাধারণ ৩২%, প্রাতিষ্ঠানিক ৫৩%, উদ্যোক্তা-পরিচালক ১৫%।
  • ইউনিয়ন ব্যাংক: সাধারণ ৩২%, প্রাতিষ্ঠানিক ও বিদেশি ১৪%, উদ্যোক্তা-পরিচালক ৫৪%।
  • এক্সিম ব্যাংক: সাধারণ ৩৯%, প্রাতিষ্ঠানিক ও বিদেশি ২৯%, উদ্যোক্তা-পরিচালক ৩২%।
  • সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল): সাধারণ ১৯%, প্রাতিষ্ঠানিক ও বিদেশি ৬৯%, উদ্যোক্তা-পরিচালক ১২%।

ডিএসই ও সিএসই জানিয়েছে, ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত থাকবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর