নভেম্বরের প্রথম তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম তিন দিনে প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। গত বছর একই সময়ে এসেছিল ২২১ মিলিয়ন ডলার।
২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।
অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মোট রেমিট্যান্স এসেছে ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮ দশমিক ৯ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার বেশি।
বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা টিকে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনীতিতে স্বস্তি ফিরবে।
এসআর
মন্তব্য করুন: