কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) রাজধানীতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
দিনব্যাপী সম্মেলনে বিএফআইইউ–এর ডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, জয়েন্ট ডিরেক্টর ইবনে আহসান কবির ও এ.এন.এম কলিম উদ্দিন হাসান তুষার মানি লন্ডারিং প্রতিরোধে সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকা, ব্যামেলকোদের দায়িত্ব, ট্রেড ও ক্রেডিট–ভিত্তিক মানি লন্ডারিংয়ের ধরণ, ইমার্জিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি, গেমিং, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি–সংক্রান্ত ঝুঁকি এবং প্রয়োজনীয় কমপ্লায়েন্স বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন আর্থিক খাতে অনিয়ম ও অপরাধ দমন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যাংকগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম, এফসিএস; ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ; এবং বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও ব্যামেলকোরা।
এসআর
মন্তব্য করুন: