[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১১:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৭ বিলিয়ন (৩২,১৭৮ মিলিয়ন) মার্কিন ডলার।

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২,১৭৮ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এদিন নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ ছিল ২৭,৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন ডলার।

এর আগে ২১ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ৩২,১০৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ছিল ২৭,৩৫০ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে নিট রিজার্ভ গণনা করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে।

মাত্র ছয় দিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৭০ মিলিয়ন ডলার, যা অর্থনৈতিক স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হ য়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর