নিজস্ব প্রতিবেদক চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২.৫০ টাকা ধরে)।
রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের মতে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।
ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরের প্রথম ২৫ দিনে:
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ ২২ অক্টোবর দাঁড়িয়েছে ৩২.১০ বিলিয়ন ডলার, যেখানে আইএমএফের বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ২৭.৩৫ বিলিয়ন ডলার।
গত মাসে (সেপ্টেম্বর) দেশে পাঠানো রেমিট্যান্স ছিল ২৬৮ কোটি ৫০ লাখ (২.৬৮ বিলিয়ন) ডলার, যা দেশীয় মুদ্রায় ৩২,৭৫৭ কোটি টাকার সমান। চলতি অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার (৭.৫৮ বিলিয়ন), যা দেশীয় মুদ্রায় প্রায় ৯২,৫৫০ কোটি টাকা। এ পরিমাণ গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।
এসআর
মন্তব্য করুন: