[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

বাড়তি দামে মিলছে শীতের সবজি, ক্রেতাদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ১২:৪৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন শাকসবজি।

তবে নতুন মৌসুমের সবজি উঠলেও দাম এখনো বেশ চড়া। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়লে দু’এক সপ্তাহের মধ্যেই দাম কিছুটা কমে আসবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো সবজির দাম আরও বেশি।

বিক্রেতাদের দাবি, গত দুই মাসেরও বেশি সময় ধরে সবজির দাম ঊর্ধ্বমুখী। তবে শীতের সবজির সরবরাহ বাড়লেই বাজারে স্থিতি ফিরবে বলে আশা করছেন তারা।

বর্তমানে বাজারে কাঁচামরিচের কেজি ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ও শিম ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। করলা, বরবটি ও গোল বেগুনের কেজি ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং লাউ প্রতি পিস ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা।

এ ছাড়া পটোলের কেজি ৬০ টাকা, ছোট ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া ও কচু কেজি ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা এবং আলু কেজিপ্রতি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দাম সামান্য কমেছে—প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে বাজারে নেই ইলিশ। তবে চাষের রুই ও কাতলার দাম স্থিতিশীল থাকলেও টেংরা, পাবদা ও অন্যান্য দেশি মাছের দাম কিছুটা বেড়েছে।

মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই—ব্রয়লার মুরগির কেজি ১৭০ টাকা, সোনালি ২৮০–৩০০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০–৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৬০–৮০০ টাকা, খাসির ১ হাজার ২০০ টাকা এবং ছাগলের ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা অভিযোগ করছেন, একসঙ্গে সব পণ্যের দাম বেশি থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহেই দাম কিছুটা কমে আসবে বলে তাদের আশা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর